
বাদল আহাম্মদ খাননিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিনভর নানা আয়োজন ছিলো। এর মধ্যে ব্যতিক্রম ছিলো মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপজেলা প্রশাসন একাদশের প্রীতি ফুটবল ম্যাচ।মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ম্যাচে ১-০ গোলে জয়লাভ করে মুক্তিযোদ্ধা একাদশ। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া ম্যাচের উদ্বোধন করেন। পরে তিনি পুরস্কারও বিতরণ করেন।উপজেলা প্রশাসনের হয়ে অংশগ্রহনকারিরা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সঙ্গে ফুটবল ম্যাচ খেলা গর্বের। তাদের জয়ে আমরা আনন্দ পেয়েছি। বেশ ভালো লেগেছে এমন আয়োজন।’মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা দীপংকর ঘোষ নয়ন বলেন, ‘১১ জন মুক্তিযোদ্ধা ম্যাচে নামে। তবে ম্যাচটি খুব সংক্ষিপ্ত করা হয়। সবাই খুব আনন্দ পেয়েছে।’ছবি:
১। ম্যাচের উদ্বোধন করছেন ইউএনও তাপসী রাবেয়া
২। ম্যাচের আগে ইউএনও তাপসী রাবেয়ার সঙ্গে দু’দল।