বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক,
ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার হয়েছে। বিজিবি ৬০ ব্যাটালিয়নের অভিযানে মঙ্গলবার ভোরে উপজেলার বাউতলা সীমান্ত এলাকা থেকে এসব ডিসপ্লে উদ্ধার হয়।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বাংলাদেশ সীমান্তের ১৫০ গজ ভিতর থেকে এসব ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ করা ডিসপ্লে হলো ৯০০টি। এসব ডিসপ্লে কাসটমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।