প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের সরকারি কলেজ মোড় পশ্চিম গোয়ালপাড়ায় দারুস সালাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক আবু শাহজাহান এর নামে মিথ্যা অভিযোগ এনে হয়রানীর অভিযোগ পাওয়াগেছে। স্থানীয় প্রতিপক্ষ একটি মহল শিক্ষক আবু শাহজাহানের সম্মান ক্ষুন্ন করতে মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টা করছেন বলে এমন খবর ছড়ান। এতে বিপাকে পড়েছেন ওই শিক্ষক। লোক লজ্জায় ঘর থেকেও বের হতে পারছেন না তিনি। এমন দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিও করেন তিনি।
শিক্ষক আবু শাহজাহান জানান, প্রতিপক্ষ একটি মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। কোন উপায় না পেয়ে আমার সম্মান নষ্ঠ করতেই এমন একটি ঘটনা সাজিয়েছেন। আমি প্রশাসনের মাধ্যমে সঠিক তদন্তপূর্বক দুষ্কৃতিকারীদের শাস্তির দাবি করছি। তবে শিক্ষার্থী বা তার পরিবার কোন কিছু বলেন নি।
এবিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু জানান, এরকম কোন ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় জমা হয়নি বা তিনি ঘটনাটি সম্পর্কে জানেন
না।