1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজধানীর বসিলায় সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম র‌্যাবের সমসাময়িক বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ  যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ সারাদেশে আটক ৩২৮ সংবাদ বিজ্ঞপ্তি গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল  গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভে উত্তাল গাইবান্ধা দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ সদা প্রস্তুত রংপুরে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস  দূর্নীতির অভিযোগে প্যানেল চেয়ারম্যান সেনাবাহিনীর হাতে আটক

ব্রাহ্মণবাড়িয়ার তরুণ-তরুণীদের যত আকাঙ্খা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

নিজ জেলাকে বসবাসযোগ্য হিসেবে গড়ে তুলতে নিজেদের বেশ কিছু আকঙ্খার কথা তুলে ধরেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকরা, বিশেষ করে তরুণ-তরুণিরা। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ইউএসএইড এর সহযোগিতায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এক ক্যাম্পেইনে নাগরিকরা নিজেদের ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা উপস্থিত থেকে অংশগ্রহনকারি তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরিবেশ, নদী, মাছসহ সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তাদের কাছে বিভিন্ন অভিযোগ তুলেন ধরেন ও জানতে চান উপস্থিত তরুণেরা। ‘আমিও জিততে চাই’ শ্লোগানে নিয়ে হওয়া এ ক্যাম্পেইনে শতাধিক তরুণ-তরুণি অংশ নেন।

সুর সম্রাট ওস্তাদ দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারন সম্পাদক এবিএম মোমিমুল হক। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। শামীম আহমেদের পরিচালনায় প্যানেল আলোচনায় অংশ নেন বিএডিসির নির্বাহী প্রকৌশলী রনি সাহা, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক খালিদ ইবনে সাদিক, জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাঈদ হাসান সানি, সমীর চক্রবর্তী, শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, জেলা নাগরিক ফোরামের সভাপতি পিযূষ কান্তি আচার্য, ডেমোক্রেসির আঞ্চলিক ব্যবস্থাপক আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপস্থিত তরুণরা ব্রাহ্মণবাড়িয়ার নদ-নদীগুলোকে দখলমুক্ত করার আহবান জানান। নদ-নদী ও খাল-বিলে ময়লা না ফেলতে সবার প্রতি তারা আহবান জানান। বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ডায়াগনস্টিকের মান নিয়ে এ সময় প্রশ্ন তোলা হয়। দিনে-রাতে সমানতালে নিরাপদভাবে চলাচলের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। জেলায় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনেরও দাবি তোলা হয় তরুণদের আলোচনায়। এছাড়া প্রত্যেক এলাকায় খেলার মাঠ, সবার জন্য নিরাপদ সড়ক, মাদকমুক্ত এলাকা, নারী ও শিশুবান্ধন নগরী গড়ে তোলার বিষয়েও তরুণ-তরুণীরা তাদের মতামত তুলে ধরেন।

এ সময় ‘নেতা আসছে’ নামে ছোট্ট একটি নাটক পরিবেশিত হয়। এই নাটকে সমাজ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কি বিষয় অন্তরায়, কি কি করা প্রয়োজন এসব বিষয়ে তুলে ধরা হয়। পাশাপাশি নাটকের মাধ্যমেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সম্ভাবনা ও সমস্যার কথা তরুণ-তরুণিদের কাছ থেকে জেনে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট