মোঃ আব্দুল কাদের
ত্রিশালময়মনসিংহপ্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিক আ.ন.ম তারেক হাসান (বাবু সরকার) বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২০ নভেম্বর) বিকেলে উপজেলার বইলর ইউনিয়নের হদ্দের ভিটা গ্রামের এলাকাবাসীর আয়োজনে হদ্দের ভিটা বড় মসজিদ মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক বাবু সরকার আমাদের এলাকার ছেলে। তাকে ছোট থেকেই আমরা চিনি ও জানি। তাকে যে কোন সময় ডাক দিলেই পাশে পাওয়া যায়। এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে,ধর্মীয় কাজে, বিপদে-আপদে তার উপস্থিতি দৃশ্যমান। ফেইসবুকে তার বিরুদ্ধে যেসব কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে এগুলোর সাথে তার জড়িত থাকার প্রশ্নই উঠে না। আমরা এসব মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এগুলো প্রচার করছে আমরা তাদেরকে আইনের আওতায় আনারও জোর দাবি জানাই।
ফেইসবুকে মিথ্যা তথ্য প্রচারের বিষয়ে জানতে চাইলে সাংবাদিক বাবু সরকার জানান, একটি কুচক্রী মহল ফেইসবুকে ফেইক আইডি থেকে দীর্ঘদিন ধরে ত্রিশালের বিভিন্ন নেতা, সাংবাদিক, সম্মানী মানুষের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করে যাচ্ছে। ইতিমধ্যেই আমি এই ফেইক আইডির বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। যে বা যারা এরকম মিথ্যা তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
উক্ত মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতশত জনগণ অংশগ্রহণ করে।