বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ায় ধানী জমি থেকে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ছোটহরণ এলাকা থেকে পাইপগানটি উদ্ধার করা হয়। এ সময় একটি কার্তুজও উদ্ধার করে পুলিশ।
সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, বুধবার অলিউর রহমান ও মুজিবুর রহমান নামে দুই ব্যক্তির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে আরিফ নামে একজন আহত হয়। ধারণা করা হচ্ছে, সংঘর্ষের সময় পাইপ গানটি ব্যবহার করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।