বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ জনকে আটক করা হইয়াছে। আখাউড়া থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামি দুইজনের মধ্যে একজন সাজাপ্রাপ্ত এবং অপর আসামি ওয়ারেন্টভুক্ত। সাজাপ্রাপ্ত আসামি আখাউড়া চন্দনসার গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে মোঃ জব্বার। ওয়ারেন্টভুক্ত আসামি আখাউড়া উত্তর ইউনিয়নের করুয়াতুলি গ্রামের বাছির মিয়ার ছেলে আলামিন। আখাউড়া থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে তাদের দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
আখাউড়া থানার এস আই মোঃ জহিরুল হক, এএসআই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন জানান আটককৃত আসামিদেরকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হইয়াছে। তিনি আরও জানান, আখাউড়া থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান আছে।