বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
চাল নিয়ে পাঁচ ধরণের ‘চালবাজি’ করার অভিযোগে জরিমানা গুণতে হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের একটি চাতালককলকে। সোমবার দুপুরে খাদ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে সেবা রাইস মিল নামে প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন।
ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পাটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তায় চাল রাখা, বিআর-২৮ জাতের চালের বস্তায় মিনিকেট লেখা, অস্বাভাবিক মজুদ, মিলগেট মূল্য তালিকা সম্বলিত সিল না থাকা, ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকার অভিযোগ পাওয়া যায়। উপজেলার সোনারামপুর এলাকায় অবস্থি প্রতিষ্ঠানটিকে সতর্কও করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে খাদ্য অধিদপ্তরের পরিদর্শক মো. রামিম পাঠান, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সেক্রেটারি শাহীন আলম, ছাত্র প্রতিনিধি সিয়াম আফ্রিদিসহ আশুগঞ্জ থানা পুলিশ অভিযানে অংশ নেন। এ সময় আরো একাধিক চাতাল কলে অভিযান চালানো হয়।
জেলা খাদ্য অধিদপ্তরের পরিদর্শক মো. রামিম পাঠান অভিযান সম্পর্কে কালের কণ্ঠকে জানান, নিয়ম হলো যে জাতের চাল সেই জাতের নাম লিখতে হবে। মিনিকেট নামে চালের কোনো জাত নেই। ওই প্রতিষ্ঠান এ ধরণের প্রতারণার পাশাপাশি আরো চার ধরণের অনিয়ম করে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।