1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সীমান্তে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ০৩ জন মাদকদ্রব্য সহ আটক টেকনাফ তুলাতলি হতে দেড় লাখ ইয়াবা বোঝাই ইঞ্জিন বোটসহ ৪জন মাদক কারবারী র‌্যাবের হাতে গ্রেফতার কুষ্টিয়ায় পদোন্নতি প্রাপ্ত ০২ জন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র সফল অভিযানঃ বিপুল পরিমাণ মাদক জব্দ ঢাকা জেলা ডিবি (উত্তর) কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে ০১ টি ট্রাক ও ডাকাতি করার সরঞ্জামাদি সহ ডাকাত দলের ০২ সদস্য গ্রেফতার দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি কর্তৃক ০১জন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় পৃথক যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ২ জন খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনে পৃথক অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ- ৬০ (ষাট) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আটক 

গাইবান্ধায় জুলাই বিপ্লবে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

জোবায়দুর রহমান জুয়েল গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে আহত ছাত্র-জনতার সুচিকিৎসা, পুনর্বাসন এবং সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন মো: শরিফুল ইসলাম উপ-পরিচালক, স্থানীয় সরকার গাইবান্ধা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য ছাত্র ও সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও তাদের সুচিকিৎসা কিংবা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্মারকলিপিতে দাবি জানানো হয় যে, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা অবিলম্বে নিশ্চিত করতে হবে এবং তাদের চিকিৎসা ব্যয় সরকারকেই বহন করতে হবে। একইসঙ্গে আহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের পরিবারকে উপযুক্ত সহায়তা প্রদান এবং পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, আন্দোলনকারীদের যে প্রতিশ্রুতি প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। দ্রুত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে বৈষম্য বিরোধী আন্দোলনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না।

স্মারকলিপি প্রদানকালে আন্দোলনকারীরা বলেন, “আমাদের সহযোদ্ধারা জীবন বাজি রেখে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেমেছিলেন। কিন্তু তারা আজও অবহেলিত। এই অবহেলা বৈষম্যকেই আরও তীব্র করবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।”

স্থানীয় সরকারের উপ-পরিচালক শরিফুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

এদিকে আন্দোলনকারীদের এই উদ্যোগকে সাধারণ জনগণ স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট