1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ির বিএনপির আসনে মনোনয়ন পরিবর্তনের দাবি  মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার  আহবান ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের নব উপদেষ্টা পরিষদ গঠন করা হলো   আখাউড়া দিয়ে ভারতে ‘রেকর্ড’ রপ্তানি, ২৭  ট্রাকে গেলো সোয়া তিন কোটি টাকার মাছ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র বিক্ষোভ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি ত্রিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন মর্যাদায় গাইবান্ধায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ার সাদ্দাম হোসেন  হত্যাকারিদের বিচার দাবি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১

পিঠার নাম হৃদয়হরণ মুখচাহনি

  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

বাদল  আহাম্মদ খান 

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

 

বাহারি নাম। দেখতেও লোভনীয়। ভিন্ন ভিন্ন স্বাদ। পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি, জামাই পিঠা, বউ পিঠা, জামদানি আরো কত কি। জমকালো আয়োজন। কেউ পিঠা খেতে ব্যস্ত তো কেউ পিঠা কেনায়। পুরস্কারের দিক খেয়াল রেখে স্বাস্থ্যসম্মত পরিবেশন, শৃংখলার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সোমবার আয়োজন করে পিঠা উৎসবের। এই উৎসবে নানা জাতের পিঠার মাধ্যমে বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। ছয়টি স্টলে প্রায় ১০০ ধরণের পিঠার পসরা নিয়ে বসেন শিক্ষার্থীরা।

বেলা ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইবনে আইন মারুফ পিঠা উৎসবের আয়োজন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ, মো. শাহীন মৃধা, পরিচালক ও প্রভাষক সিরাজুল ইসলাম, প্রভাষক শাহাদৎ হোসেনসহ কলেজের শিক্ষকরা।

মানবিক বিভাগের একটি স্টলে জামাই পিঠা, বউ পিঠাসহ নানান জাতের পিঠা চোখে পড়ে। মানবিক বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী খাদিজা আক্তার ও জেরিন আক্তার জানান, শিক্ষার্থীরা দিনটিকে উৎসবের রং দিয়েছে। তারা দেশের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পিঠা তৈরি করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইবনে আইন মারুফ বলেন, ‘একটা সময় ছিলো যখন শীতের সময় বাংলার ঘরে ঘরে পিঠা বানানোর ধুম পড়তো। কিন্তু এই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার এই চিরন্তন ঐতিহ্য তুলে ধরতে এ উৎসবের আয়োজন করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট