1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সীমান্তে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ০৩ জন মাদকদ্রব্য সহ আটক টেকনাফ তুলাতলি হতে দেড় লাখ ইয়াবা বোঝাই ইঞ্জিন বোটসহ ৪জন মাদক কারবারী র‌্যাবের হাতে গ্রেফতার কুষ্টিয়ায় পদোন্নতি প্রাপ্ত ০২ জন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র সফল অভিযানঃ বিপুল পরিমাণ মাদক জব্দ ঢাকা জেলা ডিবি (উত্তর) কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে ০১ টি ট্রাক ও ডাকাতি করার সরঞ্জামাদি সহ ডাকাত দলের ০২ সদস্য গ্রেফতার দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি কর্তৃক ০১জন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় পৃথক যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ২ জন খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনে পৃথক অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ- ৬০ (ষাট) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আটক 

ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে কবির ভ্ইূয়ার যত স্বপ্ন 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাংলাদেশের আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে স্বপ্ন দেখছেন কবির আহমেদ ভূইয়া। তিনি আরও বলেছেন -আমি বিশ্বাস করি ৫ আগষ্টের ছাত্র জনতার অভ্যুত্থানে যে স্বাধীনতা লাভ করেছি, এ স্বাধীনতাকে সঠিক ভাবে কাজে লাগাতে পারলে এবং এর শক্তিকে পুরোদমে ব্যবহার করতে পারলে ব্রাহ্মণবাড়িয়াকে আদর্শ মডেল নগরী হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

তিনি মনে করেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পরিশ্রমি এবং সবাই স্বাবলম্বী হতে চায়। কিন্তু শুধু সঠিক গাইডের অভাব ও পরিকল্পনার অভাব।

তার পরিকল্পনা মতে জেলার ৩৩ লক্ষ মানুষের মনে যে বাসনা আছে তা যেন বের হয়ে আসে। সবাই মিলে কাজ করলে অল্প কিছু দিনের মধ্যে একটি আদর্শ জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো। জেলার উন্নয়নে তিনি কাজগুলোর প্রতি বেশি গুরুত্ব দিতে চান তা হলো- জেলার ৯টি উপজেলার সাথে জেলা সদরের যোগাযোগ অবস্থার দিকে নজর দিতে হবে। জেলা সদরের সাথে প্রত্যেক উপজেলার সড়ক পথে ভালো যোগাযোগ ব্যবস্থা করা হলে সবাই সহজে জেলা সদরে যাতায়াত করতে পারেন। তাহলে মানুষ সুফল পাবে। কথা বলেন, জেলার তিতাস ও কসবার সালদা গ্যাস নিয়েও। তিতাস ও সালদা গ্যাস দেশের এক তৃতীয়াংশের চাহিদা মিটিয়ে থাকে। কিন্তু দূর্ভাগ্যের বিষয় আমাদের জেলার সকল নাগরিক গ্যাস সুবিধা পায়নি। তিতাস এবং সালদা গ্যাস ক্ষেত্রের উৎপাদন বাড়িয়ে জেলার সকল নাগরিকের নিকট গ্যাস পৌঁছে দিতে হবে। এটা আমাদের নাগরিক অধিকার। এ ব্যপারে আমাদেরকে কাজ করতে হবে। এজন্য তিনি সরকারের নিকট আবেদন করেন। কথা বলেন বিদ্যুতের লোড সেডিং নিয়েও। আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জেলার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আহবান জানান । যেন বিদ্যুৎ অপচয় না হয়। এতে রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

তিনি মনে করেন আশুগঞ্জ নদী বন্দর ও আখাউড়া স্থল বন্দরকে সঠিক ব্যবস্থপনার মাধ্যমে ব্যবহার করতে পারলে আমদানী রপ্তানী বৃদ্ধি পাবে, বহু লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। জেলার উন্নয়নে তিনি আখাউড়া রেলওয়ে ষ্টেশনের সঠিক উন্নয়ন নিয়েও তার পরিকল্পনা রয়েছে বলে জানান। ৩০০কি: মি: গতির ট্রেন চালুর স্বপ্ন দেখেন তিনি। দ্রোত সময়ে মানুষ রাজধানীতে যাতায়াত করতে পারবেন। এছাড়া শিক্ষার হার বাড়ানোর বিষয়েও তার চিন্তা রয়েছে। তিনি আরও বলেন সুশিক্ষায় একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। তার চিন্তা রয়েছে বেকার যুবকদের নিয়ে। সঠিক প্রশিক্ষণ দিয়ে যুবকদেরকে প্রবাসে পাঠালে অনেক বেশি আয় করতে পারবে। সর্বোপরি ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কবির আহমেদ ভূইয়ার সূদূর প্রসারি পরিকল্পনা রয়েছে। তিনি সকলের সহযোগিতা চান এবং সকলের দোয়া কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট