1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মহান বিজয় দিবস উদযাপন  পলাশবাড়ীর মনোহরপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত  মহান বিজয় দিবস উপলক্ষ্যে গাইবান্ধা জেলা শাখা পক্ষ থেকে বাংলাদেশ প্রেসক্লাবের ফুলের   শুভেচ্ছা বিনিময়। ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন আখাউড়ায় স্ত্রীকে হত্যার  অভিযোগ স্বামীর বিরুদ্ধে বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে ৮ পলাতক আসামি গ্রেফতার আখাউড়ায় সন্ত্রাস বিরোধ আইনের মামলায় ০৫ জন গ্রেফতার গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ির বিএনপির আসনে মনোনয়ন পরিবর্তনের দাবি  মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার  আহবান ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের নব উপদেষ্টা পরিষদ গঠন করা হলো  

গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

শিল্পী আক্তার রংপুর ব্যুরো

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে এনসিপির উপর ফ্যাসিষ্ট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ এবং নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর মহানগর ও জেলা শাখা

বৃহস্পতিবার (১৭ জুলাই ) বিকেলে রংপুর নগরীর টাউনহল চত্বর থেকে বিক্ষোভ মিছিল আরম্ভ হয়ে  শহরের পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল,  রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান, সাবেক মহানগর নায়েবে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর সরকারি অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল, ফেডারেশনের রংপুর মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, তা’য়ালীমূল কুরআন বিভাগের রংপুর বিভাগীয় দায়িত্বশীল মাওলানা শাহজাহান সিরাজ সহ আরো অনেকে

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান বেলাল, তিনি বলেন গতকালকে এনসিপির উপরে আওয়াবী সন্ত্রাসীদের হামলায় সরকারের ব্যর্থতার প্রমাণ হয়েছে, আমরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে গোপালগঞ্জের ব্যর্থ প্রশাসনের সদস্যদেরকে বহিষ্কার করতে হবে। সেই সাথে  ঘটনায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে

সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন, জামায়াতের রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান। এসময়  তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপির উপরে আওয়ামীলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে তারা সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের এই ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেয়া হবে না। এ সময় আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতের মহাসমাবেশ বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট