মো: গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া শহরের কানোছগাড়ী এলাকায় অবস্থিত উত্তরা মডেল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাচাতো ভাইয়ের পরকীয়া সম্পর্কিত তথ্য যাচাই করতে ক্লিনিকে গেলে দায়িত্বরত ডাক্তার পারভেজ মোশারফ (ডি.এম.এফ, ঢাকা) ওই সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, উক্ত চিকিৎসক দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, বিষয়টি ক্লিনিকের মালিক জানলেও এখন পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা নেননি
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত তদন্তপূর্বক দোষীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।