
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে বেআইনি ও যড়যন্ত্রমূলক ডিআই এর অডিট এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সভা, বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যাশী জোটের জেলা সাধারণ সম্পাদক ও কসবা কালসার নাইমা আলম ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মাদরাসা ফোরামের জেলা সেক্রেটারি মুহাম্মদ রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ হাবিবুর রহমান, সহকারি অধ্যাপক মোর্শেদ আলম, আলী আকবর, মোবারাক হোসেন, লোকমান হোসেন খান, কামাল হোসেন, মুজিবুর রহমান, আব্দুর রহমান কাশগরী, আতাউর রহমান পলাশ প্রমুখ। বক্তরা অবিলম্বে বেআইনি অডিট আদেশ প্রত্যাহার দাবি জানান।