
মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
সকালবেলায় রায়েরগ্রাম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বধ্যভূমিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে সকল শহীদ বুদ্ধিজীবী ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয়।