
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীর মনোহরপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মাতৃভাষার নিবেদিত প্রান,দেশের সকল বীর শহীদদের প্রতি মনোহরপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।
আজ মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ৮ নং মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ প্রধানের নেতৃত্বে এবং সকল অঙ্গ সংগঠনের আয়োজনে মনোহরপুর গোডাউন বাজারে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উক্ত দিবসে সকল শহীদের স্মরনে শহীদ মিনার স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বাবু কাজী, মনোহরপুর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তা, উপজেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ মতিন মিয়া, ৮নং মনোহরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ রানা মাসুদ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মাজেদ মন্ডল, অবসর প্রাপ্ত সেনা সৈনিক মোঃ হাফিজ, বিএনপির ওয়ার্ড সদস্য মোঃ মফিজল হক। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এই সময় আমাদের কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক আবু জাফর মন্ডল উপস্থিত ছিলেন।