1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদুল আজহার উপলক্ষে শেরপুরজেলা প্রশাসকের কার্যালয়ে চামড়া ব্যবসায়ী মত বিনিময় সভা অতিরিক্ত আইজিপি জনাব গাজী জসীম উদ্দিন এর বদলি-জনিত বিদায় সংবর্ধনা ভুল অপারেশনে চিকিৎসকের অসতর্কতায় শ্বাসনালি কেটে শিশুর মৃত্যুর অভিযোগ  সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১২,৮৩,১০০/- টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও বাসমতি চাউল জব্দ সাভারের মজিদপুর এলাকায় মেয়ের হাতে বাবা খুন সেনাপ্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে এর সৌজন্য সাক্ষাৎ ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা কাপ আন্তঃ বিভাগ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত শেরপুর জেলা শ্রীবরদী উপজেলা হতদরিদ্রের মাঝে সম্পদ বিতরণ অনুষ্ঠানে।  প্রিয় সাংবাদিক শিল্পী আক্তার এর শুভ জন্মদিন আগৈলঝাড়া উপজেলা সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন 

ব্রাহ্মণবাড়িয়া বিএনপি’র নেতৃত্ব নির্ধারণ ভোটে

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

দু’দফা পিছিয়ে আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রায় এক দশক পর হতে যাওয়া সম্মেলনে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে। ওইদিন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে দলটির সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এদিকে সম্মেলনকে ঘিরে এখনো দুইপক্ষের মধ্যে কোনো ধরণের সমঝোতা হয়নি। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপেও দু’পক্ষের বিরোধের সমাধান হয়নি। একটি পক্ষ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্পষ্ট জানিয়ে দেন যে, নতুন ভোটার তালিকা ছাড়া কোনো ধরণের সম্মেলন করতে দেওয়া হবে না।

তবে সম্মেলন করার পক্ষে থাকা নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তিনটি পদেই একাধিক প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে সভাপতি পদে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্টজন কবির আহমেদ ভুইয়া সহজেই উতরে যাবেন বলে ধারণা পাওয়া যায়। সাধারণ সম্পাদক পদে এগিয়ে আছেন দলটির বর্তমান সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম।

জেলা বিএনপি মূলত দুইভাগে বিভক্ত। বর্তমান কমিটির আহবায়ক আব্দুল মান্নান ও সিরাজুল ইসলামের পক্ষে থেকে পিছন থেকে সমন্বয় করছেন কবির আহমেদ। অন্যদিকে সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা ও সাবেক সাধারন সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে থাকা কমিটির পিছনে রয়েছেন কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল।

২২ জানুয়ারি জেলা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আ জ ম মোরশেদ আল মামুন লিটন এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ১ ফেব্রুয়ারি তিনটি পদে ভোটগ্রহনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ জানুয়ারি স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জানুয়ারি সম্মেলন হচ্ছে না। ২০ জানুয়ারি সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হবে। সম্মেলনের দু’দিন আগে ২৬ ডিসেম্বর জেলা বিএনপি’র সদস্য সচিব এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ভোটারদের অনুরোধে অধিকতর প্রস্তুতির লক্ষ্যে ২৮ ডিসেম্বরের পরিবর্তে ১৮ জানুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন হওয়া না হওয়ার বিষয়টি দু’পক্ষের অস্তিত্বের লড়াই হিসেবে দেখা হচ্ছিল। দু’বার সম্মেলন পিছিয়ে পড়ায় আয়োজনকারি পক্ষ কিছুটা হলেও বিব্রতকর অবস্থায় পড়ে। অন্যদিকে কথা না রেখে সম্মেলন প্রতিহতের ডাক দিয়ে দুই নেতাকে শোকজের ঘটনা আরেকটি পক্ষকে অস্থিরতার মধ্যে ফেলে। ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দু’পক্ষের বৈঠকে নতুন ভোটার তালিকা বিষয়ে স্পষ্ট ঘোষণা না আসায় ওই পক্ষটি আরো বেশি বেকায়দায় পড়ে যায়।

জেলা বিএনপি’র সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম জানান, ১ ফেব্রুয়ারি সম্মেলন সফলে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ি ভোটের মাধ্যমে দলের নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে। ভোটার তালিকাও প্রস্তুত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট