বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে ও সোমবার সকালে পৃথক অভিযানে তাদেরক গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার কালিকচ্ছ গ্রামের মাসুদ আহমেদ শিপন, আনোয়ার হোসেন আনার, গোগদ গ্রামের বাবলু মিয়া। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, সরাইল ফায়ার সার্ভিসের সামনে ডাকাতি করার সময় সোমবার রাতে শিপন ও আনারকে দু’টি রামদাসহ গ্রেপ্তার করা হয়। আনারের কাছে ডাকাতি করা ১২০০ টাকা পাওয়া যায়, যা ইফাজ উদ্দিন নামে একজনের কাছ থেকে ডাকাতি করে নিয়েছিলো। পরে ওই দুই ডাকাতের দেওয়া তথ্য মতে বাবলুকে ছোরাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আূালতে পাঠানো হয়েছে। এছাড়া ওই তিনজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।