1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ রামগঞ্জে শাহাদাত হোসেন সেলিমেরপদযাত্রা  শুরু গাইবান্ধায় পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করলেন পুলিশ সুপার বিজয়নগর থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ঝালকাঠিতে ২৫ পিস ইয়া.বাসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ আওয়ামী লীগ সমাজকে নষ্ট  করেছে- মুশফিকুর রহমান সুষ্ঠু ভোটের প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের সোনারগাঁয়ে‌ আবুল খায়ের আহ্বান। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা

ময়মনসিংহে হত্যার সাথে জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ 

  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকা হতে গৌরীপুর থানার মারুফা আক্তার (২৫) ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন পূর্বক হত্যার সাথে জড়িত প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।

ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় বাদী মোঃ নুরুল ইসলাম (৫০), দফাদার, রামগোপালপুর ইউনিয়ন পরিষদ, গৌরীপুর, ময়মনসিংহ এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখ সময় অনুমান ১৪.৩০ ঘটিকায় স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পান যে, গৌরীপুর থানাধীন রামগোপালপুর ইউনিয়নের ফতেপুর সাকিনের জনৈক আব্দুল খালেক এর আম ও পেপে বাগানের মধ্যে একটি অজ্ঞাতনামা মহিলার লাশ পড়ে আছে। উক্ত সংবাদ পাওয়ার পর তিনি তাৎক্ষনিকভাবে গৌরীপুর থানায় সংবাদ দিলে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। লাশের পরিচয় সনাক্ত না হওয়ায় ময়না তদন্ত শেষে গৌরীপুর থানা পুলিশ লাশ দাফনের জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র এর নিকট হস্তান্তর করে। এ ঘটনায় গৌরীপুর থানাধীন রামগোপালপুর ইউনিয়নের দফাদার মোঃ নুরুল ইসলাম (৫০) বাদী হয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১২, তারিখঃ ১৬/০৯/২০২৪ ইং, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০। লাশের সুরতহাল প্রস্তুত করাকালে তার ভ্যানিটি ব্যাগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সম্পর্কিতি একটি খন্ডিত কাগজে একটি মোবাইল নাম্বার পাওয়া যায়। গৌরীপুর থানা পুলিশ সেই মোবাইল নাম্বারের সূত্র ধরে পরবর্তীতে ঐ অজ্ঞাতনামা মহিলার পরিচয় সনাক্ত করে। ঘটনার পর র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা কার্যক্রম গ্রহন করে।

এরই প্রেক্ষিতে, র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল ০২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ০২.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে মারুফা আক্তার (২৫) ক্লুলেস হত্যা মামলার সন্দিগ্ধ আসামী মোঃ মেহেদী হাসান সিনু ওরফে গোলাম মেহেদী (৩২), পিতা-হারুন অর রশিদ, সাং-ধুরুয়া মীরবাড়ি, থানা-গৌরীপুর, জেলা- ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ মেহেদী হাসান সিনু ওরফে গোলাম মেহেদী (৩২)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট