1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ রামগঞ্জে শাহাদাত হোসেন সেলিমেরপদযাত্রা  শুরু গাইবান্ধায় পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করলেন পুলিশ সুপার বিজয়নগর থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ঝালকাঠিতে ২৫ পিস ইয়া.বাসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ আওয়ামী লীগ সমাজকে নষ্ট  করেছে- মুশফিকুর রহমান সুষ্ঠু ভোটের প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের সোনারগাঁয়ে‌ আবুল খায়ের আহ্বান। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা

গাইবান্ধার নলডাঙ্গায় চুরির দায়ে এক শিশুকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

জোবায়দুর রহমান জুয়েলগাইবান্ধা জেলা প্রতিনিধ

গাইবান্ধা সাদুল্যাপুরের নলডাঙ্গা ইউনিয়নে চুরির দায়ে এক শিশুকে খুঁটির সাথে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল (১১ ফেব্রুয়ারি) ১০ টার দিকে এই ঘটনা ঘটে নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামে।ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁটিতে বেঁধে রেখে শিশু নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়েছে।

শিশুটি হলেন, সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের লাড্ডু ব্যবসায়ী আনছার আলীর ছেলে রানা মিয়া (১১)।

স্থানীয়সূত্রে জানা যায়, নলডাঙ্গা ইউনিয়নের

দশলিয়া গ্রামের মৃত মো.আলীর ছেলে বিকাশ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের বাড়িতে গত তিন দিন আগে মোবাইল, টাকা পয়সা হারিয়ে গেলে এই শিশুটিকে সন্দহভাজন সকাল ৯ টার দিকে আটক করা হয়।দেড় ঘন্টা ব্যাপী স্থানীয় বাজারে একটি মুদি দোকানের খুঁটির সাথে বেঁধে নির্যাতন চালায় এই ব্যবসায়ী ও আশপাশের বেশকিছু লোকজন । নির্যাতনের একপর্যায়ে পরিবারের স্বজনরা এলে তাকে ছেড়ে দেয়া হয়।

বিকাশ ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান অভিযোগ এনে দৈনিক কারবেলা পত্রিকাকে ,ছেলেটি তার বাড়ি থেকে তিনটি বিকাশ ব্যবসার বাটন মোবাইল ও ১৬ হাজার ৮ শত টাকা চুরি করে।এরপর যাচাই-বাছাই করলে ছেলেটিকে আটক করেন তিনি। ছেলেটির স্বজনরা টাকা পয়সা দিতে স্বীকারও করেন তবে ১৬ হাজার ৮ শত টাকার পরিবর্তে ৬ হাজার টাকা দিতে রাজি হলে স্থানীয় লোকজন তাকে বেঁধে রাখে একটি মুদি দোকানের খুঁটিতে।

লাড্ডু ব্যবসায়ী আনসার আলী বলেন, আমার ছেলেটিকে বিনা অপরাধে খুঁটির সাথে বেঁধে রেখে নির্যাতন চালিয়েছে । এক পর্যায়ে জোর করে স্থানীয়দের মাধ্যমে এই বিকাশ ব্যবসায়ী ১৬ হাজার টাকা নেয়। পরে আমার ছেলেটিকে ছেড়ে দেয় তারা।প্রশাসনের কাছে এরকম ঘটনার বিচার চাই।

স্থানীয় রাশেদ মিয়া দৈনিক কালবেলা পত্রিকা বলেন,বিষয়টি খুব দুঃখজনক।এরকম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে মুস্তাফিজুর রহমান আরও বলেন, গত তিন দিন আগে আমার বাড়ি থেকে এই ছেলেটি মোবাইল ও টাকা পয়সা রাতের আঁধারে চুরি করে নিয়ে যায় এজন্যই তাকে আটক করেছিলাম। পরিবারের স্বজনরা ১৬ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেই।

এ বিষয়ে সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান , এখন পর্যন্ত থানায় অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট