বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭ রাউন্ড শর্টগানের গুলি (কার্তুজ), ২৭ পিস ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল সহ জেলা গোয়েন্দা শাখার দুই কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে, মঙ্গলবার গভীর রাতে শহরের কাউতুলী থেকে জেলা গোয়েন্দা শাখার একটি দল তাদেরকে আটক করে সদর মডেল থানায় হস্তান্তর করে।
গ্রেফতাররা হলেন, জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল শাখাওয়াত হোসেন ও সোহরাব হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোছাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার দুই কনস্টেবলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেই বাসায় তল্লাশি করে ৬৭ রাউন্ড কার্তুজ, ২৭ পিস ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল পাওয়া যায়। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।