রামগঞ্জ প্রতিনিধি,
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রামগঞ্জ সরকারি কলেজ মাঠ উপজেলা ছাত্রশিবির এর আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর উদ্বোধন করেন লক্ষ্মীপুর শিবিরের জেলা সভাপতি আব্দুর রহমান
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দিনব্যাপী ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। উক্ত ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচিতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্র শিবিরের অফিস সম্পাদক পারভেজ হোসেন,
রামগঞ্জ উপজেলা সভাপতি রাকিব হোসেন,
রামগঞ্জ সরকারি কলেজ সভাপতি মাহমুদুল হাসান মাশরুর
এ সময় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।