1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ রামগঞ্জে শাহাদাত হোসেন সেলিমেরপদযাত্রা  শুরু গাইবান্ধায় পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করলেন পুলিশ সুপার বিজয়নগর থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ঝালকাঠিতে ২৫ পিস ইয়া.বাসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ আওয়ামী লীগ সমাজকে নষ্ট  করেছে- মুশফিকুর রহমান সুষ্ঠু ভোটের প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের সোনারগাঁয়ে‌ আবুল খায়ের আহ্বান। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা

অপপ্রচারের বিরুদ্ধে আখাউড়ার কৃষক  দল নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা কৃষক দলের সদস্য সচিব মো. রিপন মিয়াজী সামাজিক যোগযোগ মাধ্যমে তার বিরুদ্ধে হওয়া অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার রাধানগর কলেজপাড়ার বাধন কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ২৪ ঘন্টার মধ্যে ফেসবুকের পোস্ট ডিলিট করতে পোস্টকারিদেরকে আল্টিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে রিপন মিয়াজীর ভাই সোহেল রানা মিহিন লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি জানান, তার ভাই একজন ব্যবসায়ি। অথচ তার ভাইয়ের মালদারপাড়ার বাসা থেকে বিজিবি ভারতীয় কাপড় উদ্ধার করে বলে অপপ্রচার চালানো হয়। অথচ মালদারপাড়াতে ওনার কোনো বাড়ি নেই।

রিপন মিয়াজী অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগ করতেন বলেও অভিযোগ করা হচ্ছে, যা তাহা মিথ্যা। মূলত তিনি পছন্দের দল বিএনপিতে একটি ভালো পদবী পাওয়ায় দলেরই অনেকে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে। দলের মধ্যে একাধিক পক্ষ আছে বলে দাবি করেন।

রিপন মিয়াজী বলেন, ‘আমি আখাউড়া পৌরসভার ঐতিহ্যবাহী রাধানগর হাজি মহল্লার একজন শান্তিপ্রিয় বাসিন্দা। সুনামের সাথে দীর্ঘদিন ধরে আমি পৌর শহরের সড়ক বাজারে নিজের ব্যবসা পরিচালনা করে আসছি। পাশাপাশি আখাউড়া পৌর কৃষক দলের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করে আসছি। রাজনৈতিক পদ-পদবী পাওয়ার পর থেকেই একটি মহল সম্প্রতি তাদের রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য আমার পিছনে উঠে পড়ে লেগেছে। তারই ধারাবাহিকতায় গত ১০ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কয়েকটি ফেক আইডিসহ অন্যান্য আইডি থেকে আমাকে জড়িয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন অপ্রচার চালিয়ে যাচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর বটে।’

তিনি বলেন, ‘সম্প্রতি আখাউড়া পৌরসভার মালদারপাড়া এলাকায় ২৫ বিজিবি সদদস্যরা বিপুল পরিমান ভারতীয় পোশাক জব্দ করেন। কিন্তু দু:খের বিষয় ফেসবুকের বিভিন্ন আইডিতে লেখা হয়েছে আমার বাড়ি মালদারপাড়া, আমার ঘর থেকে এই অবৈধ পোশাক জব্দ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যমূলক। মূলত আমার বাড়ি রাধানগর হাজি মহল্লায়। মালদার পাড়ায় আমার কোন বাড়িঘর নেই। এমন কি আত্মীয়স্বজন পর্যন্ত নেই। শুধু মাত্র আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে সম্মানহানি করতে ও ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্থ করতে এই মহলটি ফেসবুক আইডিতে অপপ্রচার করছে। এর সঙ্গে আমি জড়িত নই, কখনো ছিলাম না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে এইসব মিথ্যা তথ্য ফেসবুক পোষ্ট থেকে সরিয়ে না নিলে এবং ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট