1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ রামগঞ্জে শাহাদাত হোসেন সেলিমেরপদযাত্রা  শুরু গাইবান্ধায় পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করলেন পুলিশ সুপার বিজয়নগর থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ঝালকাঠিতে ২৫ পিস ইয়া.বাসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ আওয়ামী লীগ সমাজকে নষ্ট  করেছে- মুশফিকুর রহমান সুষ্ঠু ভোটের প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের সোনারগাঁয়ে‌ আবুল খায়ের আহ্বান। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা

ব্রাহ্মণবাড়িয়ায় ফল ব্যবসায়ী হত্যায় তিনজনের ফাঁসির রায়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফল ব্যবসায়ী সাইদুর রহমান হত্যা মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়াও আসামীদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত দায়রা ও জেলা জজ আয়েশা আক্তার সুমী এই রায় প্রদান করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চর শিবপুরের কবির মিয়া ছেলে কাজল মিয়া (৪৯), একই উপজেলার বাহেরচরের আব্দুল খালেকের ছেলে রিপন মিয়া (৩২) ও নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (৩০)। আদালতে রায়ের সময় রিপন মিয়া ও কাজল মিয়া উপস্থিত ছিলেন। পলাতক রয়েছেন রাসেল মিয়া।

 

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর উপজেলার লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে ফল ব্যবসায়ী সাইদুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি একদিন আগ থেকে নিখোঁজ ছিলেন। সাইদুর রহমান উপজেলার বাহেরচর গ্রামের আব্দুল মালেকের ছেলে ছিলেন। তার মরদেহ উদ্ধারের ঘটনায় ভগ্নিপতি লোকমান মিয়া বাদি হয়ে একই বছর অক্টোবরের ১ তারিখে রাসেল মিয়াকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে রাসেল রাসেল মিয়া পলাতক রয়েছেন। মামলার তদন্তে হত্যায় জড়িত থাকার অভিযোগে কাজল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। কাজল আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। কাজল মিয়া, রিপন মিয়া ও রাসেল মিয়া হত্যার জড়িত থাকার কথা উল্লেখ্য করে ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষি, যুক্তিতর্ক সহ সকল কার্যক্রম শেষে তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন।

আসামী পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন সামী রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান উচ্চ আদালতে আপিল করবেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. আজাদ মিয়া আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট