নিজস্ব প্রতিনিধি
আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলেন , তখন আঙ্গুল ফুলে কলা গাছ। তার ভাইকে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির নাম দিছে বিভিন্ন জায়গায় , বিএনপি’র নাম বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করে আসছে।
বরিশাল জেলা , লাহারহাট
লঞ্চঘাট , বিআইডব্লিউটিএ আইন অমান্য করে মক্কা মদিনা ফিটনেস বিহীন টলার চলাচল করিতেছে । লাহারা টু ভাদুরিয়া যেকোনো সময় ঘটিতে পারে দুর্ঘটনা । নেই কোন দক্ষ ড্রাইভার , নেই কোন চুকার , নেই কোন মাস্টার । লাহারহাট লঞ্চঘাট বিআইডব্লিউটিএর লঞ্চ পতি অনুমোদন দেওয়া আছে ।লঞ্চ পথিক ৫৬ টাকা বি ডব্লিউটিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লসপতি ৩৫০ টাকা নেওয়া হচ্ছে । টাকা দেওয়ার কথা অস্বীকার হলে লঞ্চের মাস্টার্স ওখানদির সাথে দুর্ব্যবহার করেন । যা তা ব্যবহার করে পল্টন থেকে রশিদ দেওয়া ছাড়ার এরকমের পর মার কাছে কোন যাত্রী উঠানামার সময় ৫ টাকার টিকিট ১০ টাকা নিচ্ছে । কারো সাথে যদি কোন প্রয়োজনের জিনিসের কাপড় চোপড়া ব্যাক থাকে তাদেরকে এখানে টাকা দিতে হয় না দিলে যাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন।