1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর :
বুধবার, ১৪ মে ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রামগঞ্জে রাজিয়া বেগম (৬৫ ) বছরের বৃদ্ধ কে গলা কেটে হত্যা  ঈদুল আজহার উপলক্ষে শেরপুরজেলা প্রশাসকের কার্যালয়ে চামড়া ব্যবসায়ী মত বিনিময় সভা অতিরিক্ত আইজিপি জনাব গাজী জসীম উদ্দিন এর বদলি-জনিত বিদায় সংবর্ধনা ভুল অপারেশনে চিকিৎসকের অসতর্কতায় শ্বাসনালি কেটে শিশুর মৃত্যুর অভিযোগ  সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১২,৮৩,১০০/- টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও বাসমতি চাউল জব্দ সাভারের মজিদপুর এলাকায় মেয়ের হাতে বাবা খুন সেনাপ্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে এর সৌজন্য সাক্ষাৎ ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা কাপ আন্তঃ বিভাগ ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত শেরপুর জেলা শ্রীবরদী উপজেলা হতদরিদ্রের মাঝে সম্পদ বিতরণ অনুষ্ঠানে।  প্রিয় সাংবাদিক শিল্পী আক্তার এর শুভ জন্মদিন

স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়ার মানে হলো রাজনীতিবিদদের অবিশ্বাস করা : রুহুল কবির রিজভী

  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

এন.সি জুয়েল, স্টাফ রিপোর্টার

গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি, এই সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। আর এটা এই সরকারের প্রধান দায়িত্ব। গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে; এটা এখন দেশের মানুষের প্রত্যাশা।’ শনিবার (১৫ ফেব্রুয়ারী ) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এল এ উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন রিজভী। স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজনের বিষয়ে রিজভী আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আগে করার কারণটা কী আমি জানি না?এই কথাগুলো সামনে আসছে, এই ধরনের নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে! আমি আগেও বলেছি, রাজনৈতিক দলের যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে ও যাদের দমন-পীড়ন করেছে শেখ হাসিনা—তাদের প্রতি কি আপনাদের বিশ্বাস নেই?’গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হয়ে ক্ষমতায় টিকে থাকলে বিএনপির নেতা-কর্মীদের ফাঁসি দিতেন বলে মন্তব্য করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনার কোনো কাণ্ডজ্ঞান ছিল না। এই মহিলার গদি ও সিংহাসন রক্ষার জন্য কে বাঁচল বা কে মরল, তাতে তাঁর কিছু যায়–আসে না।’শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘যে মহিলা ক্ষমতায় থাকার জন্য পাঁচ বছরের শিশু আহাদকে
হত্যা করতে পারে, ১৪ বছরের একটি শিশুর শরীরে ৪০টি গুলি করতে পারে, পানি লাগবে বলে ছুটে যাওয়া মুগ্ধর মতো একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রকে হত্যা করতে পারে, সে তো আমাদেরও বাঁচিয়ে রাখত না।’ রিজভী বলেন, ‘যে অবিশ্বাস শেখ হাসিনা সৃষ্টি করেছিলেন, যে অবিশ্বাসের বিরুদ্ধে এত লড়াই এত সংগ্রাম, যার কারণে শেখ হাসিনা এত গুম করেছেন, এত খুন করেছেন, এত ক্রসফায়ার দিয়েছেন, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন; শুধু একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং আমার ভোট আমি দেব, এটা থেকে জনগণকে বঞ্চিত করার জন্য।’ মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল ওদুদ মুন্সীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সি প্রমুখ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট