বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার জেলার আখাউড়া উপজেলার আজমপুর থেকে ১৪০০ পিস ইয়াবাসহ নাজমুল হুদা সেলিম (৪৩) এক মাদককারবারি গ্রেপ্তার হয়েছে। বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ওই ব্যক্তিকে রাতে থানায় সোপর্দ করা হয়।
অভিযান সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি কুমারপাড়ার ফরিদুল হুদার ছেলেকে আজমপুর রেলওয়ে স্টেশন এলাকার একটি খাবার হোটেলের,সামনে থেকে আটক করা হয়। তাকে তল্লাশি করে ১৪০০ পিস ইয়াবা পাওয়া যায়। রাতে তাকে আখাউড়া থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।