প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার
কর্তৃক ভোলা জেলার দক্ষিণ আইচা থানার আলোচিত ‘দু’ চোখ উপড়িয়ে এবং ডান হাতের ০২টি আঙ্গুল বিচ্ছিন্ন করে হত্যার উদ্দেশ্যে এজাহানামীয় ০১নং আসামী গ্রেফতার র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, মজুদদার, বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গেয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। ভোলা জেলার দক্ষিণ আইচা থানাধীন অধ্যক্ষ নজরুলনগর ইউনিয়নের ০৪নং ওয়ার্ডস্থ চর আর কলমী সাকিনের জনৈক মাইনকা বারেক এর পুকুরের পাড়ে পূর্ব বিরোধের জের ধরে ০১। মোঃ সাকিব (২৫), পিতা-লোকমান, সাং-মাঝের চর, ০৩নং ওয়ার্ড, ০২। জাহাঙ্গীর ডাক্তার (৫৫), পিতা-আব্দুল আলিম, সাং-মাঝের চর, ০৩নং ওয়ার্ড, ০৩। হাসিব (২৭), পিতা-লোকমান, সাং-মাঝের চর, ০৩নং ওয়ার্ড, ০৪। জামাল মিস্ত্রি (৫০), পিতা-কাদের কারবারী, সাং-চর আর কলমী, ০৪নং ওয়ার্ড, ০৫। রিয়াজ (২৩), পিতা-লোকমান, সাং-মাঝের চর, ০৩নং ওয়ার্ড, ০৬। সাইরুল (৪৫), পিতা-মহসনি পাটয়ারি, সাং-মাঝের চর, ০৩নং ওয়ার্ড, ০৭। মোঃ কামাল (৪০), পিতা-অজ্ঞাত, সাং-চর আর কলমী, ০৪নং ওয়ার্ড, সর্ব ইউপি-অধ্যক্ষ নজরুলনগর, থানা-দক্ষিণ আইচা, জেলা-ভোলাসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন সংঘবদ্ধ হয়ে শাহাজাহান মিন্টিজ (৪০), পিতা-মৃত সিদ্দিকুর রহমান সিডু, সাং-চর আর কলমী, ০৪নং ওয়ার্ড অধ্যক্ষ নজরুলনগর ইউপি থানা-দক্ষিণ আইচা, জেলা-ভোলা’কে আটক করে তাহার ‘দু’ চোখ উপড়িয়ে ফেলে এবং ডান হাতের ০২টি আঙ্গুল শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে হত্যার উদ্দেশ্যে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় অভিযোগ আনা হলে দক্ষিণ আইচ/৩০৭/৫০৬ পেনাল কোড রুজু হয়। পরিচালনা করে মামলার এজাহারনামীয় ০১নং পলাতক আসামী এবং ঘটনার মূল হোতা মোঃ সাকিব (২৫), পিতা-মোঃ লোকমান, সাং-মাঝেরচর, ০৩নং ওয়ার্ড, নজরুলনগর ইউনিয়ন, থানা-দক্ষিণ আইচা, জেলা-ভোলা’কে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের পাঙ্গাশিয়া লঞ্চঘাট হতে গ্রেফতার করা হয়। উল্লেখিত গ্রেফতারকৃত আসামী মোঃ সাকিব (২৫) এর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আসামীকে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা (উল্লেখিত মামলার তদন্তকারী সংস্থা) বরাবর হস্তান্তর করা হয়েছে।