স্টাফ রিপোর্টার
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৯ এপ্রিল রাত সাড়ে ৮টার সময় এক সঙ্গে জন্ম নিলো ৫টি সন্তান!
মা: আরজিনা বেগম (২৩), গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার বাসিন্দা, স্বামী শিরিকুল ইসলাম।
প্রতিটি শিশুর ওজন দেড় কেজি করে, আর আশ্চর্য হলেও সত্য—সকলেই সুস্থ
হাসপাতালের গাইনি ওয়ার্ডে এখন এক চিত্র:
অচেতন মায়ের পাশে নিঃশব্দে দাঁড়িয়ে সেবিকারা, ব্যস্ত তার সেবায়।
পাশেই শুয়ে থাকা ছোট ছোট প্রাণগুলনতুন জীবনের আলো হাতে.
এই ঘটনা শুধু একটি জন্ম নয়,
এ এক জীবনের উদযাপন।
নিয়তি যেখানে চায়, সেখানে জীবন থেমে থাকে না
আরজিনা বেগম ও তার ৫ সন্তানের জন্য অসীম শুভ কামনা।
দেশজুড়ে এখন একটাই কথা:
“যতই পদ্ধতি দেন, যে আসার সে আসবেই