হিজলা প্রতিনিধি
বরিশাল জেলার হিজলা উপজেলার হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর বদলি স্থগিত এর দাবীতে উপজেলার সাধারণ জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টার সময়ে উপজেলা পরিষদ মাঠে মানববন্ধন হয়। জনসাধারণ জানান, বিগত প্রায় ৬ মাস পূর্বে হিজলা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন আবুল কালাম আজাদ।
হঠাৎ অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর বদলির সংবাদে সাধারণ মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন হিজলা উপজেলায় ওসির যোগাদান করার পর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের জন্য অনেকই গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।মাদক সম্রাট, সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান, এবং কোন দুর্নীতিবাজ রেহাই পাইনি ওসি আবুল কালাম আজাদের থেকে তাই সাধারণ জনগণের একটাই দাবি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের জনসাধারণের একটাই দাবি ওসি আবুল কালাম আজাদের বদলি স্থগিত চাই এবং আরো জানান ওসি আবুল কালাম আজাদের মত সারা বাংলাদেশে প্রতিটি থানায় গড়ে উঠুক। অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ যোগদানের পরে সাধারণ জনগণ স্বস্তিতে আছে । অফিসার ইনচার্জ বদলী হলে উপজেলা বাসী অপূরণীয় ক্ষতি হবে। মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে বরিশাল জেলা পুলিশ সুপারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।