শরিফুল ইসলাম ভূঁইয়ারামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাগমুদ বাজার কে,আই ফাজিল ডিগ্রি মাদ্রাসা গভর্নিং বডি অনুমোদন দিয়েছেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোস্তফা কামাল রতন, বিদ্যোৎসাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী গোলাম রহমান রাজিব।
২৭ এপ্রিল রবিবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের উপ-রেজিষ্টার ফাহাদ আহম্মদ মোমতাজী স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেওয়া হয়।
স্থানীয় আনিসুর রহমান, মাওলানা আবু ছালেহ, অধ্যক্ষ সামছুদ্দিন আবু মোহাম্মদ সহ অনেকে জানান নবগঠিত গভর্নিং বডির সভাপতি মোস্তফা কামাল রতন ও বিদ্যোৎসাহী প্রকৌশলী গোলাম রহমান রাজিবের নেতৃত্ব নাগমুদ কে,আই ফাজিল ডিগ্রি মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন সহ শিক্ষার্থীদের লেখাপড়ার সুদিন ফিরে আসবে।
আমরা প্রত্যশা করছি নতুন কমিটির দিকনির্দেশনা মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নয়ন হবে। ভবিষ্যতে আরও আলো ছড়াবে অত্র মাদ্রাসা।
কমিটির সভাপতি মো: গোলাম মোস্তফা রতন ও বিদ্যোৎসাহী সদস্য গোলাম রহমান রাজিব জানিয়েছেন মাদ্রাসা উন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ার মানন্নোয়নে এ কমিটি ভূমিকা রাখবে। দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ করে দেওয়া হবে। মাদ্রাসার উন্নয়নের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তারা।