ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
১। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়ীয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে ০৮ মে ২০২৫ তারিখ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১২,৮৩,১০০/- (বার লক্ষ তিরাশি হাজার একশত) টাকা মূল্যের অবৈধ বিভিন্ন প্রকার ভারতীয় মাদক ও মালামাল আটক করে। জব্দকৃত মালামালের মধ্যে *মাদক* গাঁজা, ইস্কাফ সিরাপ ও ম্যকডুয়েল এবং *অন্যান্য মালামাল* বাজি এবং বাসমতি চাউল ।
২। সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করে।
বার্তা প্রেরকঃ
লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি
পরিচালক
অধিনায়ক
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি)