1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১ রামগঞ্জে শাহাদাত হোসেন সেলিমেরপদযাত্রা  শুরু গাইবান্ধায় পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করলেন পুলিশ সুপার বিজয়নগর থেকে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এর স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ঝালকাঠিতে ২৫ পিস ইয়া.বাসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ আওয়ামী লীগ সমাজকে নষ্ট  করেছে- মুশফিকুর রহমান সুষ্ঠু ভোটের প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের সোনারগাঁয়ে‌ আবুল খায়ের আহ্বান। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা

ভুল অপারেশনে চিকিৎসকের অসতর্কতায় শ্বাসনালি কেটে শিশুর মৃত্যুর অভিযোগ 

  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ত্রিশাল উপজেলার পৌর শহরের রাহেলা-হযরত মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা এর অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত। গত ১০ মে, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীররামপুর গফাকুড়ি মোড়ের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা (গোলাপ) মিয়ার আদরের নয়নের মণি, মাত্র ১২ বছর বয়সী কন্যাসন্তান ময়মনসিংহ শহরের এপেক্স হাসপাতালে টনসিলের অপারেশন করাতে গিয়ে চিকিৎসকের অসতর্কতায় শ্বাসনালি কেটে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ময়মনসিংহ শহরের এপেক্স হাসপাতালে সংঘটিত এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

পারিবারিক সূত্রে জানা গেছে, ফুটফুটে মেয়েটি দীর্ঘদিন ধরে টনসিলের সংক্রমণে ভুগছিল। তার শারীরিক কষ্টের কথা ভেবে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার আশায় তাকে ময়মনসিংহ শহরের এপেক্স হাসপাতালের ডাক্তার কামিনী কুমার ত্রিপুরার কাছে নিয়ে যান। ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুটিকে অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তবে কে জানত, অপারেশনের টেবিলেই তার জন্য অপেক্ষা করছিল এক ভয়ংকর পরিণতি

নিহত শিশুর শোকাহত পরিবারের অভিযোগ, ডাক্তার কামিনী কুমার ত্রিপুরার চিকিৎসা সংক্রান্ত কোনো ভুল অথবা ত্রুটিপূর্ণ অপারেশনের কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাদের বুকফাটা আর্তনাদ, “ভুল চিকিৎসার ফলেই আমাদের আদরের মেয়ের শ্বাসনালি কেটে গেছে, আর চোখের পলকেই একটি প্রাণবন্ত জীবন চলে গেল

এ আকস্মিক ও মর্মান্তিক সংবাদে বীররামপুর গ্রাম এবং গোলাপ মিয়ার পরিবারে গভীর শোকের ঢেউ উঠেছে। আদরের কন্যার অকাল মৃত্যুতে দিশেহারা বাবা-মায়ের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। চোখের সামনে একটি সুস্থ, স্বাভাবিক শিশুর অপারেশনের টেবিলে এভাবে প্রাণ হারানো, এ দুঃসহ দৃশ্য তারা কিছুতেই মেনে নিতে পারছেন না।

কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্বজনরা বলেন, “আমরা আমাদের মেয়েকে সুস্থ করার আশায় এ হাসপাতালে এনেছিলাম। আর এ ডাক্তাররাই আমাদের মেয়েকে মেরে ফেলল।

এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা ডাক্তারের অবহেলা। আমরা এর সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই।” তাদের একটাই জোর দাবি, অবিলম্বে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক এবং অভিযুক্ত ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

এ হৃদয় বিদারক ঘটনাটি কেবল একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, এটি সমাজের প্রতিটি বিবেকবান মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করবে। আমাদের সকলের প্রত্যাশা, স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ অতি দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করবে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে।

একইসাথে, ভবিষ্যতে যাতে আর কোনো অমূল্য প্রাণ যেন এমন অমার্জনীয় ও ভুল চিকিৎসায় অবহেলার শিকার না হয়, সে বিষয়ে যথাযথ ও কঠোর পদক্ষেপ নেয়া হোক এটাই এখন সকলের প্রাণের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট