1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ সদা প্রস্তুত রংপুরে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস  দূর্নীতির অভিযোগে প্যানেল চেয়ারম্যান সেনাবাহিনীর হাতে আটক সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা ডিবি কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ গ্রাম গাঁজা সহ ০১ জন গ্রেফতার এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ সীম,নগদ অর্থ,দেশীয় অস্ত্রসহ ৪ হ্যাকার গ্রেফতার হিজলায় তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও অপপ্রচার এর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ফুলছড়িতে বিপুল পরিমাণ স্পিরিটসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী ‎ রাজধানীর কলাবাগান এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার ঢাকার মিটফোর্ড ও বাবুবাজারে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান; কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রদান

লালমোহনে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে পারিবারিক কলহের জেরে মোসা. উম্মে হাবিবা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবী স্বামী ও শশুর বাড়ীর লোকজন নির্যাতন করে হত্যা করেছে

শুক্রবার (২৩ মে) সকালে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাদের বকশি বাড়ি ওই ঘটনা ঘটে। গৃহবধূ হাবিবা তাহের বকশির ছেলে মো. শাকিলের স্ত্রী। শাকিল লালমোহন (সার্কেল) সহকারী পুলিশ সুপার কার্যালয় (আউটসোর্সিং) কাজ করেন

নিহত গৃহবধূর পরিবার জানান, ২০২১ ইং সালে বোরহানউদ্দিন উপজেলা কুতুবা ৬ নং ওয়ার্ডের আফসার উদ্দিন এর একমাত্র কন্যা হাবিবার সাথে শাকিলের ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ হয়। তাদের ঘরে আয়মান নামের দেড় বছরের এক পুত্র সন্তান রয়েছে। যৌতুকের জন্য প্রায় সময় শাকিল এর পরিবার গৃহবধূর উপর নির্যাতন করতো। লালমোহন (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় আউটসোর্সিং এ কাজ করে শাকিল। আউটসোর্সিং কাজের প্রভাব খাটিয়ে শাকিল বেপরোয়া হয়ে ওঠে। স্ত্রী হাবিবার কাছে যৌতুক দাবি করে প্রায় সময় হাবিবাকে হত্যার হুমকি দিতো। গৃহবধূ হাবিবার সাথে তার শাশুড়ি দীর্ঘদিনের মনোমালিন্য চলছিল। ওই ঘটনায় ২২ মে বৃহস্পতিবার রাতে শাকিল এর পরিবারের লোকজন হাবিবাকে তার শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইতে বলেন। গৃহবধূ হাবিবা রাজি না হওয়ায় রাতভর তাকে নির্যাতন করে।

পরদিন শুক্রবার সকালে পুলিশ এসে হাবিবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত হাবিবার পরিবারের অভিযোগ, গৃহবধূ হাবিবার উপর অমানবিক নির্যাতন করে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজায় শাকিল ও তার পরিবার। লালমোহন (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে (আউটসোর্সিং) কর্মরত থাকায় পুলিশ শাকিল ও তার পরিবারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। ওই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহত হাবিবার পরিবার।

ওই ঘটনায় নিহত হাবিবার স্বামী শাকিল জানান, সকালে স্বামী-স্ত্রী মিলে একসঙ্গে খাবার খান। এরপর শাকিল বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর শাশুড়ির সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় গৃহবধূ হাবিবার। এর কিছু সময় পর ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ভেতরে উঁকি দিয়ে হাবিবাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান স্বজনরা। পরে তারা ডাকচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে গিয়ে পুলিশকে খবর দেন

এ বিষয়ে লালমোহন (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাবুল আক্তার জানান,

খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ওই গৃহবধূর মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শাকিল তার অফিসে আউটসোর্সিং হিসেবে কর্মরতা আছে। দোষী প্রমাণ হলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট