শরিফুল ইসলাম ভূঁইয়ালক্ষ্মীপুর জেলা প্রতিনিধী
ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বুধবার ( ১১ জুন ) বিকেল চারটায় দিকে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদপুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক
আল-মদিনা গ্রুপের ব্যবস্থাপনাপরিচালক ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের দলের মনোনীত প্রার্থী মুহাম্মাদ জাকির হোসেন পাটওয়ারী।
ইসলামি আন্দোল বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটির
লক্ষ্মীপুর শাখার সভাপতি রেজাউল করীম সেলিম আটিয়া প্রমূখ। সভায় আসন্ন রামগঞ্জ পৌরসভা নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে বাংলাদেশ ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি হাজী মোহাম্মদ মহসীন এর নাম ঘোষণা করেন।
সভায় বক্তারা সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের উন্নয়নে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখা উচিত। তারা ইসলামী আন্দোলনের কার্যক্রমের মাধ্যমে মানবসেবাকে আরও গতিশীল করার লক্ষ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দলীয় প্রার্থীর পক্ষে হাতপাখা প্রতীকে ভোটের জন্য এখন থেকে কাজ করার আহবান জানান।