মোঃগোলাম মাওলা ঝালকাঠি
ঝালকাঠির কাঠালিয়া থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুন) সকাল ১১টায় থানার সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এই ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা। তিনি বলেন, “পুলিশ জনগণের সেবক, তাই পুলিশের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়াতে ওপেন হাউজ ডে অত্যন্ত কার্যকর।
এ সময় উপস্থিত জনসাধারণ তাদের মতামত, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ পক্ষ থেকেও সেগুলোর তাৎক্ষণিক জবাব ও সমাধানের আশ্বাস দেওয়া হয়।
স্থানীয়দের মধ্যে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে এমন আয়োজনকে স্বাগত জানান উপস্থিত অতিথিরা।