ঝালকাঠি জেলা প্রতিনিধি
গ্রাউন্ডে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহন ও প্যারেড পরিদর্শন করেন ঝালকাঠি জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব উজ্জ্বল কুমার রায় , ঝালকাঠি মহোদয়। অতঃপর তিনি পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে জেলা পুলিশের শৃঙ্খলা, যথাযথভাবে ইউনিফর্ম পরিধান, স্যালুট প্রদান ও জেলার আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
মাস্টার প্যারেডে, প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) ঝালকাঠি মহোদয়।
এ-সময় জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।
অতঃপর পুলিশ সুপার মহোদয় ঝালকাঠি জেলা পুলিশের সরকারী গাড়ি, পুলিশ লাইনস মেস, ব্যারাক, হাসপাতাল, অস্ত্রগার পরিদর্শন করেন।