নিজস্ব প্রতিনিধি
ঢাকা, ১৮ জুন ২০২৫ (বুধবার): আজ রাত আনুমানিক ২ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল রাজবাড়ী জেলার বেলগাছি এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে গোলাম কিবরিয়া (বাবলু) নামক এক ব্যক্তিকে একটি ১২ বোর এসবিবিএল বন্দুক ও ১৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রায়শই বেলগাছি বাজার এলাকায় জনসম্মুখে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন, যা জনমনে ভীতি সৃষ্টি করত। গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।