নীলফামারী জেলাপ্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে রাতের আঁধারে দুর্বৃত্তরা একটি রান্নাঘরে আগুন দিয়েছে মর্মে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন উপজেলার রনচন্ডি ইউনিয়নের কিশামত বীরচরন এলাকার ভুক্তভোগী আইয়ুব আলী।জমিজমা নিয়ে বিরোধের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
গত ১৮ জুন দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার রনচন্ডি ইউনিয়নের বীরচরন গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এই আইয়ুব আলী পৈতৃক সূত্রে প্রাপ্ত জমির মালিক।আইয়ুব আলীর চাচা এবং চাচাতো ভাইয়ের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে আইয়ুব আলীর।সেই বিরোধের জেরেই আইয়ুব আলীর রান্নাঘরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় মর্মে অভিযোগ করেছেন আইয়ুব আলীর স্ত্রী জাহানারা বেগম।
পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।এ বিষয়ে ভুক্তভোগী আইয়ুব আলী বলেন, “আমরা পৈতৃক জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছি। জমি নিয়ে বিরোধ থাকায় আদালতে মামলা চলমান রয়েছে।এমতাবস্থায় হাসানুর,আনারুল,মোন্নাফ, লাকী,মাহমুদা সহ দূরবৃত্তরা পরিকল্পিত ভাবে আমাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে জমি দখলের জন্য আমার রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়।আমার নব নির্মিত বিল্ডিংয়ের কাজেও তারা বাঁধা প্রদান করে আমাকে হয়রানি করেন।
আইয়ুব আলীর স্ত্রী জাহানারা বেগম বলেন, “গভীর রাতে আমাদের রান্নাঘরে আগুন লাগানো হয়। আগুন দেখে চিৎকার করে আমি বাইরে লাফিয়ে পড়ি। তখন এলাকার লোকজন এসে দ্রুতো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।