শরিফুল ইসলাম ভূঁইয়া,রামগঞ্জ, লক্ষ্মীপুর
লক্ষীপুর রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের ৩ নং নয়নপুর বিএনপি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ, সাংগঠনিক পদে সোলাইমান বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
২৪ শে জুন, সোমবার অসংখ্য ভোটারের উপস্থিতিতে জমকালো আনন্দমুখর পরিবেশে গণতান্ত্রিক চর্চায় ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করে। এ নির্বাচনে সর্বমোট ভোটারের সংখ্যা ২৭৮, সভাপতি দুইজন, সেক্রেটারি দুইজন, সাংগঠনিক দুইজন সর্বমোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ইছাপুর ইউনিয়ন বিএনপি টিম প্রধান রামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এজিএস আবুল কাশেম, আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, মহিলা দলের নেত্রী ফারহানা মজুমদার জনি, রামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইছাপুর ইউনিয়নের সাবেক পুরস্কারপ্রাপ্ত সফল চেয়ারম্যান হাজী অলিউল্লাহ, ইসাপুর ইউনিয়নের সাবে ক যুবদলের সেক্রেটারি সাইফুল ইসলাম ভূঁইয়া,অত্র ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সজিব হোসেন, সেক্রেটারি, মেহেদী হাসান, ইছাপুর ইউনিয়নের সাবেক ছাত্রদলের আহবায় ক ফরাদ পাঠান, যুবদল নেতা জাহাঙ্গীর আলমসম্রাট ,ইছাপুর ইউনিয়নের সাবেক ত্যাগী বর্ষিয়ান ছাত্রনেতা ফয়সাল পাটওয়ারি, ইউসুফ পাটোয়ারী সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয় ভোটাররা জানান বিগত আওয়ামী লীগ সরকার মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার হরণ করেছে। বহু বছর পর ভোট দিতে পেরে আমরা আনন্দিত। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র মহানায়ক তারেক রহমান সঠিক সময় গণতান্ত্রিক চর্চার জন্য ওয়ার্ড প্রতিনিধি থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিনিধি নির্বাচনের যে উদ্যোগ নিয়েছেন এজন্য তাকে সাধুবাদ জানাই। এ প্রক্রিয়া অব্যাহত থাকলে আগামী সংসদ নির্বাচনে এর প্রভাব প্রতিফলিত হবে।