প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার
সাম্প্রতিক সময়ে ঢাকার মিটফোর্ড এ এক ব্যক্তি কে নৃশংসভাবে ইট দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় ২ জন আসামি গ্রেফতার ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেফতার সহ র্যার্যাবের সমসাময়িক বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে হত্যাকারী, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ, মাদক দ্রব্য উদ্ধার, ছিনতাইকারী, অপহরণ, প্রতারক ও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে।
২। গত ০৯ জুলাই ২০২৫ তারিখ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী মো. সোহাগ নামে একজনকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের বড় বোন বাদী হয়ে ডিএমপির কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল অভিযান পরিচালনা করে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত আসামি ১। আলমগীর (২৮) পিতা-মৃত- আলী মিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা এবং ২। মনির @ লম্বা মনির (৩২) পিতা- মোঃ শফিক, দাউদকান্দি, কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করা হয়।
৩। গত ০৯ জুলাই ২০২৫ইং তারিখে চট্টগ্রামের একটি ফ্ল্যাটে বাসার ভেতরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে নিজ স্ত্রীকে হত্যা করে লাশ ১১ খন্ড করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রেখে ঘাতক স্বামী পালিয়ে যায়। উক্ত হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের বড় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন রুবেল বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। উক্ত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও আসামিকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানাধীন ফুলবাড়িয়া এলাকা হতে উক্ত হত্যাকান্ডের মূল আসামি মোঃ সুমন (৩৫), পিতা-মোঃ সুন্দর আলী, থানা-সদর দক্ষিন, কুমিল্লা’কে গ্রেফতার করা হয়।