নিজস্ব প্রতিনিধি
রাজধানীর ভাসানটেক এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে স্থানীয় সন্ত্রাসী চক্র ‘বাবলু গ্রুপ’ এর দুইজন সক্রিয় সদস্য মোঃ আমির হামজা ইয়ামিন (২৫) এবং মোঃ তানভীর আহমেদ সবুজ (২৭) ’কে ১টি বিদেশি পিস্তল (ম্যাগাজিন সহ), ৬ রাউন্ড এ্যামোনিশন এবং বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অন্যদিকে গতরাত আনুমানিক ৯ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার চনপাড়া, কয়েতপাড়া ও রুপগঞ্জ এলাকার শীর্ষ সন্ত্রাসী শুটার শামীম এর বাসায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। শুটার শামীম গ্রেফতার এড়াতে পারলেও, তার বাসা থেকে ০১ টি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড এ্যামোনিশন, নগদ এক লক্ষ ৬০ হাজার টাকা, ৩০ লক্ষ টাকার ১ টি চেক এবং ব্যক্তিগত পাসপোর্ট উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।