1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

গাইবান্ধার মাদকদ্রব্য পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৫ ‎

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি মাহমুদুল হাবিব রিপন

‎গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১ হাজার ৫৫৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে সংস্থাটি। আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ১৫৫ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৩৫ হাজার টাকা

‎প্রথম অভিযানটি চালানো হয় বুধবার (১৪ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পূর্ব পাশে। ঢাকা থেকে চিলাহাটিগামী নাবিল ক্লাসিক বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৪৪৪৫) থামিয়ে তল্লাশি চালিয়ে E-4 সিটের যাত্রী রংপুরের হারাগাছ পৌরসভার সারাই নিউ কাজিপাড়ার মোঃ মাইদুল ইসলাম (৩২)-এর কাছ থেকে ৫০ পিস ইয়াবা (ওজন ৫ গ্রাম, মূল্য ১৫ হাজার টাকা) উদ্ধার করা হয়। ইয়াবাগুলো CAT ব্র্যান্ডের কাপড়ের ব্যাগের ভিতর জিন্স প্যান্টের পকেটে নীল জিপারযুক্ত প্যাকেটে রাখা ছিল।

‎দ্বিতীয় অভিযান একই দিন রাত ২টার দিকে একই মহাসড়কের একই স্থানে পরিচালিত হয়। ঢাকা থেকে পঞ্চগড়গামী নাবিল ক্লাসিক বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-১৯১১) তল্লাশি চালিয়ে H-3 ও H-4 সিটের যাত্রী কুমিল্লার দাউদকান্দির মোঃ সাদ্দাম হোসেন (৩২) ও মোঃ মোস্তফা মজুমদার (৩০)-এর কাছ থেকে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে টিস্যু পেপারে মোড়ানো ও সাদা স্কচটেপে সিল করা ৭টি নীল জিপারযুক্ত প্যাকেটে মোট ১ হাজার ৪০০ পিস ইয়াবা (ওজন ১৪০ গ্রাম, মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা) পাওয়া যায়।

‎তৃতীয় অভিযান হয় তার আগের দিন মঙ্গলবার (১৩ আগস্ট) গাইবান্ধা সদর থানাধীন পলাশপাড়া গ্রামে। সেখানে মৃত রফিজ মিয়ার ছেলে মোঃ ওয়াসিম মিয়া (৪৪) ও মৃত আলম মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৬)-এর কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎সবগুলো অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় ও পরিদর্শক মোঃ মোস্তফা জামান। সঙ্গে ছিলেন সহকারী উপ-পরিদর্শক মোঃ আবুল কাশেম, শাপলা রানী সিংহসহ রেইডিং টিমের সদস্যরা। ঘটনাস্থলেই ইয়াবাগুলো ওজন, জব্দ ও নমুনা সংগ্রহ করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট