গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল-
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে বিকাশ ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজির (৩২) এর গলাকাটা মরদেহ উদ্ধার করছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
আজ ১৭ আগস্ট রবিবার সকালে বিলের পাশে ফাঁকা মাঠ হতে নজরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত নজরুল ইসলাম(৩২) গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। নিহত নজরুল ইসলাম নজির জামায়াতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশনের নাকাই ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,গত শনিবার রাতে বিকাশ মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী নজরুল ইসলাম প্রতিদিনের ন্যায় দোকানের বেচাকেনা শেষে দোকান থেকে বাড়ী ফেরার পথে জনৈক আব্দুল মান্নান মন্ডলের জমির কাছে পৌঁছিলে ওত পেতে থাকা দুবৃত্তরা তাকে ধরে নিয়ে ফাঁকা মাঠে গলাকেটে হত্যা করে। এলাকাবাসীর ধারনা এ হত্যা একটি পূর্বপরিকল্পি তবে পুলিশ প্রশাসন বিষয়টি সঠিকভাবে তদন্ত করলে এর আসল তথ্য বেড়িয়ে আসবে। এদিকে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে তিনি গণমাধ্যমে জানান, বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এই হত্যাকান্ডের কারন উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।