1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিশেষ অভিযান তালিকাভুক্ত আসামি গ্রেফতার রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ: হামলায় জামায়াতের ওয়ার্ড সভাপতি নিহত ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে নিহত ১ আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার লক্ষীপুর – মজুচৌধুরীরহাট – ভোলা ইলিশা নৌপথের অবৈধ ট্রলার চলাচল বন্ধ সঙ্গে চার, বাড়িতে মিললো  ১১৬ কেজি গাঁজা মৃত্যুর পর যেন কেবলই লাশ বৃদ্ধা জজ খাতুন আশুগঞ্জে ফসলি জমি থেকে পাইপগান ও গুলি উদ্ধার নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় বম পার্টি (তথাকথিত কেএনএ) এর প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান

গাইবান্ধায় পান সুপারির বাজারে আগুন দাম বেড়েছে চৌগুন পান ভিলাষী ও ব্যাবসায়ীরা বিপাকে

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় সুপারির বাজারে আগুন দাম বেড়েছে চৌগুন পান ভিলাষী ও ব্যাবসায়ীরা বিপাকে পড়েছে।
গাইবান্ধায় বিভিন্ন উপজেলাসহ জেলার বিভিন্ন হাটবাজারে সুপারির বাজারে আগুনে পান ভিলাষী ও ব্যবসায়ীরা নানা বিপাকে।
আকাশচুম্বী দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে পান ভিলাষী নারী পুরুষ। কথা আছে ভাতে মাছে বাঙালী তেমনি প্রবাদ রয়েছে পান সুপরিতে পান ভিলাষী। বাংলাদেশে প্রায় ৪০ ভাগ নারী পুরুষের পান সুপারির প্রতি বড় ধরনের একটা অভ্যাস রয়েছে। অনেক নারী পুরুষ বলে থাকে ভাত মাছ ছাড়া যেমন চলা যায় না ঠিক তেমনি পান সুপারি ছাড়া অনেক নারী পুরুষ থাকতে পারে না।
উপজেলার প্রতিটি গ্রামের হাটবাজারে, শহর বন্দরে সরেজমিনে গিয়ে দেখা গেছে পান দোকানে গিয়ে লাইন ধরে পান কিনতে দেখা গেছে। বিভিন্ন বাহারী রং মিশানো মশলার পসরা দিয়ে সাজিয়ে রাখছে যা দেখে অনকে সৌখিন মানুষ পানের রঙীন বাহারী দেখে ৩০/৪০ টাকায় এক খিলি পান কিনে খাচ্ছেন। আরো বিভিন্ন বাজার ঘুরে জানা যায়,সিঙ্গাপুরী সুপারি এক বছর আগে পাইকারী বাজার দর ছিল ৫৪০ টাকা এবং খুচরা বাজার দর ছিল ৬ শ টাকা। এবং কাঁচা সুপারি পাইকারী বাজার দর ছিল ৩৬০ টাকা এবং খুচরা বাজার দর ছিল ৪শ টাকা।
বর্তমানে ওই সুপারির দাম বেড়ে দাঁড়িয়েছে সিঙ্গাপুরী পাইকারী বাজার দর প্রতি কেজির দাম ৮৫০ টাকা এবং খুচরা বাজার দর ৯শ টাকা। এবং কাঁচা সুপারি পাইকারী বাজার দর ৬৫০শ টাকা এবং খুচরা বাজার দর ৬৭০ টাকা। সুপারির দাম এত বাড়ছে কেন কালিবাড়ী বাজারের এক ব্যবসায়ী জতিন বলেন সিঙ্গাপুরী সুপারির দাম বাড়ার কারণ ডলারের দামের সাথে সাথে সুপারির দামও বেড়ে যায়। দেশী কাঁচা সুপারির দাম বাড়ার কারণ কি জানতে চাইলে সে বলে বর্তমানে অধিকাংশ নারী পুরুষ এখন কাঁচা সুপারির প্রতি ঝোঁক বেশী এবং চাহিদাও বেশী তাই পাইকারীরা বেশী দামে কিনে আনে এবং বেশী দামে বিক্রি করে তাই আমরাও দাম বাড়ার সাথে বেশী দামে বিক্রি করতে হয়। পান সুপারি খাওয়ার অভ্যাস আছে এমন কয়েকজনের সাথে আলাপ হলে তারা বলেন পান খাওয়ার অভ্যাস হয়ে গেছে তাই পান সুপারি খাওয়া ছাড়া চলা যায় না এবং সুপারির দাম যতই বাড়োক খাওয়ার অভ্যাস যখন করে পেলেছি তখন খেতেই হবে। এদিকে পলাশবাড়ী উপজেলার দৈনিক করতোয়ার সাংবাদিক সিদ্দিকুল ইসলাম রুবেলসহ পলাশবাড়ী প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক হামিদুল হক বলেন, আগে বেশী খাইতাম পান এখন বেড়েছে অনেক দাম তাই বর্তমানে পান খাওয়া অনেক কমিয়ে পেলেছি।
বর্তমান সময়ে অনেক নারী পুরুষ চা পান করার পর পান না খেলে নেশাই পরিপূর্ণ হয় না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট