ভোলা জেলা প্রতিনিধি
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন ৭নং টগবী ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ দক্ষিণ জয়পুর রাস্তার মাথার মসজিদ মার্কের সংলগ্ন মিহান পার্স স্টোর এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৪০০ (চারশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ২৪-০৮-২০২৫ তারিখ ২০.৩০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ)/মোঃ আবু হানিফ সংঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন ৭নং টগবী ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ দক্ষিণ জয়পুর রাস্তার মাথার মসজিদ মার্কের সংলগ্ন মিহান পার্স স্টোর এর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ রাহাত (২৪), পিতা-মোঃ ইউসুফ হোসেন, মাতা-পারভিন বেগম, সাং-চরনোয়াবাদ, ভোলা পৌরসভা ৪নং ওয়ার্ড, থানা ও জেলা-ভোলার নিকট হইতে ৪০০ (চারশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।