গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
বাংলাদেশ মহিলা পরিষদ এর সারা দেশব্যাপী সাংগঠনিক মাস পালন করা হবে এরই অংশ হিসাবে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা কার্যালয়ে আজ সোমবার ০১ লা সেপ্টেম্বর বিকেলে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের মধ্য দিয়ে সাংগঠনিক মাসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী সভায় আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন কেয়া, অর্থ সম্পাদক কানিজ ফাতেমা প্রমূখ। সাংগঠনিক মাসের উদ্বোধন মাস উপলক্ষে স্লোগান ছিল- তৃণমূলে সংগঠন সংহত করি গণতন্ত্র, সুশাসন ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি।
বক্তারা বলেন, সংগঠনের গঠনতন্ত্র ও ঘোষণা পত্রের নিরিখে সংগঠন সংহতকরণে সকল শ্রেণী পেশার নারীদের সংগঠনের সাথে যুক্ত করা, একজন দক্ষ ও সচেতন সংগঠকের গুণাবলী অর্জন করার দিকে সবাইকে মনোযোগী হওয়ার আহবান জানান কতৃপক্ষ।