বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৭ জন ডাকাত গ্রেপ্তার হয়েছে। আজ শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) বিকালে পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত ভোড় রাতে ডাকাতি প্রস্তুতি কালে আখাউড়া পৌরসভার দেবগ্রাম থেকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত পোনে ৩টায় পুলিশ আখাউড়া পৌরসভার দেবগ্রাম এলাকায় ডাকাত বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ১৪ থেকে ১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির সময় এই গ্রামের আরিফ মিয়ার বাড়ির উঠান থেকে পুলিশ সাতজন ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করে বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতলা হল আরিফুল্লাহ আরিফ (৪২), মো: হেলাল মিয়া (হেলাম) (৩২), মো: খোকন (৩০), একরাম হোসেন সৌরভ (৩০), মো: শফিকুল ইসলাম (৩১), শাহজাহান মিয়া (৫০) ও নাছিমা বেগম (৩৫)। ডাকাতদল থেকে উদ্ধার হয়েছে ৫টি বিভিন্ন জাতের প্রানঘাতি ছুরি ও লোহার দুইটি যন্ত্র এবং ৭টি বিভিন্ন জাতের মোবাইল ফোন।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের ডাকাত বিরোধী এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।