নিজস্ব প্রতিবেদন,
লক্ষীপুর মজুচৌধুরীরহাট নদী বন্দরের,
বন্দর কর্মকর্তা শাহআলম এর কাছ থেকে জানা গেছে।
,মজুচৌধুরীর হাট নদী বন্দর কর্মকর্তা বলেন এই বন্দর ২০১৭ সালে ঘোষনা করা হয়েছে। এই নদী বন্দরের বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটি আধুনিক ভবন পার্কিং ইয়ার্ড নদী শাসনসহ বিভিন্ন কার্যক্রম পরিক্রমাধীন রয়েছে। ইনশাআল্লাহ অচীরেই আধুনিক নৌ বন্দরের কাজ শুরু হবে তিনি জানান।
আরো জানা গেছে কিছু দিন আগে লক্ষীপুর মজুচৌধুরীর হাট বিআইডব্লিউ টি এর পরিবহন পরিদর্শকের নামে ঘুস ভিডিও ভাইরাল হয়েছে,
এ ব্যাপারে তদন্ত করে স্হানীয়দের কাছ থেকে জানা গেছে
ভিডিওটি প্রায় ছয় সাত মাস আগের,ধারণ করা ভিডিও ।
এই ভিডিওটি মিথ্যা ও বানোয়াট । মনির নামে এক ব্যক্তিকে পরিবহন পরিদর্শক আব্দুর রহমান টাকা ধার দিয়েছিল।
সেই ধারের টাকা প্রেরত নেওয়ার সময়। কেউ একজন অনেক আগের পূর্ব শত্রুুতার জের ধরে ভিডিও টি দারণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিষ্ট করে । পরিবহন পরিদর্শক এর সম্মার্ন হানী করার জন্য,এবং মিথ্যা অপবাদ দিয়ে এ ভিডিও পাবলিষ্ট করেছে বলে জানা গেছে। পরিবহন পরিদর্শক আব্দুর রহমান,
অনেক নৌযানের বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা দিয়েছেন, এবং অবৈধ নৌযান, পরিচালনার বিরুদ্ধে কৌষ্টগার্ড, নৌপুলিশ নিয়ে সরাষী অভিযান করেছে, এর জন্য অবৈধ নৌযান চলাচল প্রায় বন্ধ হয়েছে। তাই তিনি বলেন আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে বলে তিনি অভিযোগ করেছেন ।
মনির নামের যে ব্যাক্তির কাছ থেকে টাকা নিয়েছে পরিবহন পরিদর্শক। মনির ছিলেন একজন হোটেল ব্যাবসায়ি তার কোন ট্রলার ছিল না। হোটেল ব্যাবসা এখন বন্ধ রয়েছে।মনিরের সাথে ফোনে কথা বললে তিনি জানান রহমান স্যার ভাল মানুষ তার কাছ থেকে টাকা ধার নিয়েছি ঐ টাকা ফেরৎ দেওয়ার সময় যাত্রী ছাউনির ভিতরে বসে থাকা অনেক লোক ছিল কে বা কারা ভিডিও করে। স্যারের নামে ,মিথ্যা অপবাদ দিয়ে ভাইরাল করেছে।মনির আরো বলেন যারা এ মিথ্যাচার করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক ।