নিজস্ব প্রতিনিধি
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০৯/০৯/২০২৫ খ্রিষ্টাব্দ রাত অনুমান ২৩.৩০ ঘটিকার সময় কেরাণীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের হিজলা সাকিনস্থ হিজলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে ০১ (এক) টি বিদেশী রিভালবারসহ আসামী ১। পলাশ গাজী (৩০), পিতা-রহমান গাজী, মাতা-মুক্তা বেগম, সাং-কাশেমাবাদ, ইউনিয়ন শাক্তা, ২। সাব্বির (২২), পিতা-মোঃ শাফি, মাতা-ডলি আক্তার, সাং-শহিদ নগর, বাঁশ পট্টি, ইউনিয়ন তারানগর, উভয় থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকাদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকালে আসামীদের হেফাজত হতে ০১ (এক) টি বিদেশী রিভালবার এবং ০১ (এক) টি ব্যাটারী চালিতা অটোরিক্সা উদ্ধার করেন । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং-১৯, তারিখ-১০/০৯/২০২৫ খ্রিঃ ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের-19A রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।